কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ এ ০৬:০২ PM
কন্টেন্ট: পাতা
এলপি গ্যাস লিমিটেড- এর উত্তর পতেঙ্গা চট্টগ্রামস্থ এবং সিলেটের গোলাপগঞ্জ কৈলাশটিলাস্থ এলপিজি বটলিং প্ল্যান্ট দুইটিতে যথাক্রমে ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ইআরএল) এবং সিলেট গ্যাস ফিল্ডস (এসজিএফএল) - এ উৎপাদিত এলপিজি পাইপ লাইনের মাধ্যমে সংগ্রহ করে স্টোরেজ করতঃ বোতলজাত করা হয়। অতঃপর বোতলজাতকৃত এলপিজি বিপিসি’র নিয়ন্ত্রনে পরিচালিত বিপনন কোম্পানিসমুহের মাধ্যমে বাজারজাত করার লক্ষ্যে পদ্মা, মেঘনা, যমুনা ও এসএওসিএল - কে বিপিসি’র নির্দেশিত হারে সরবরাহ করা হয়।