কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮ এ ০৫:৩০ AM

ভিশন ও মিশন

কন্টেন্ট: পাতা

 

১.১ রূপকল্প (Vision):

 

পরিচ্ছন্ন, নিরাপদ ও সহজে পরিবহনযোগ্য জ্বালানি হিসেবে অভ্যন্তরীণ উৎস হতে উৎপাদিত এবং আমদানিকৃত এলপিজি বোতলজাত করে পর্যায়ক্রমে দেশের সকল ভোক্তাসাধারণের দোরগোড়ায় সহজ ও সূলভ মূল্যে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ।

 

১.২ অভিলক্ষ্য (Mission):

 

অভ্যন্তরীণ উৎস হতে উৎপাদিত সমুদয় এলপিজি বোতলজাত ও বিতরণ করা এবং অতিরিক্ত চাহিদা পূরণের জন্য এলপিজি আমদানির লক্ষ্যে টার্মিনাল নির্মাণ পূর্বক আমদানিকৃতি এলপিজি’র বিতরণ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে দেশের জনগণের জন্য গৃহস্থালি জ্বালানির নিরাপত্তা নিশ্চিতকরণ।  

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন